November 1, 2024, 10:26 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শুক্রবারে বন্ধ থাকলেও মেসেজে পাওয়া নোটিসে নির্ধারিত দিন হওয়ায় টিকা নিতে আসেন কয়েকশ মানুষ। ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাদের। এ ঘটনা ঘটে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্র কল কাকলী মাধ্যমিক বিদ্যালয়ে।
নির্ধারিত দিন থাকায় ১৬ এপ্রিল শুক্রবার লকডাউনের মধ্যে টিকা নিতে আসেন কয়েকশ মানুষ। কিন্তু কুষ্টিয়া শহরের কল কাকলী স্কুলে এসে দেখেন টিকাদান বন্ধ। কোন মানুষই নেই। নেই কোন ঘোষণা। কুমারখালীর আলাউদ্দিন আহমেদ কলেজের শিক্ষক সিহাব উদ্দিন ছিলেন ফিরে যাওয়াদের তালিকায়। তিনি বলেন, তার সহকর্মী শিক্ষকসহ অসংখ্য মানুষ এসেছিলেন টিকা নিতে। টিকার নির্ধারিত দিনে টিকা দেয়া হবেনা এটা ঠিক নয়। দেশের এই মহামারীর সময় এটা দায়িত্বহীনতার পরিচয় বহন করে? প্রশ্ন রাখেন তিনি।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম ঘটনা সম্পর্কে জেনেছেন। তিনি বলেন, শুক্রবার টিকাদান কার্যক্রম বন্ধ থাকে। কিন্তু কীভাবে মানুষের কাছে মেসেজ গেল সেটা অনুমান করতে পারছেন না তিনি। বলেন, এ বিষয়ে তদন্ত করা হবে। এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন তিনি। যারা টিকা নিতে এসে ফিরে গেছেন তাদেরকে আগামীকাল শনিবার আসতে বলেন। ওইদিন মানুষের চাপ বেড়ে যাবে কি-না? জানতে চাইলে সিভিল সার্জন বলেন, এই কেন্দ্রে গড়ে প্রতিদিন ১ হাজার জন টিকা নিয়ে থাকেন। কিন্তু এখানে ৫হাজার টিকা দেয়া সক্ষমতা আছে। কোন সমস্যা হবে না।
Leave a Reply