December 22, 2024, 8:34 pm
আসিফ যুবায়ের/
রমজান এর শুরুতেই দেওয়া ১সপ্তাহের লাকডাউন এ বিপাকে পড়েছেন কুষ্টিয়ার নিম্ন আয়ের মানুষ। চিন্তার ভাজ পড়েছে খেটে খাওয়া দিন মজুরদের কপালে। তাদের একটাই প্রশ্ন কিভাবে জুটবে খাবার? জীবন বাচাতে সরকারি সহযোগিতার দিকে চেয়ে আছেন শ্রমজীবি মানুষ। লকডাউন এ থমকে গেছে কুষ্টিয়ার শরবত বিক্রেতা শাহাদাত হোসেনের উপার্জন। দুপুর না হতেই বিক্রি হতো ৫০০ টাকা থেকে ৭০০ টাকা। আর লকডাউন এ শুধু বিকাল বেলা একটু বেচা কেনা হচ্ছে, তাও ২০০-৩০০ এর বেশি না। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন এ শাহাদাত এর মতই দিশেহারা কুষ্টিয়ার অনেক খেটে খাওয়া মানুষ।
Leave a Reply