December 23, 2024, 1:45 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার, ঐতিহ্য পরিষদ ও দুর্যোগ প্রতিরোধ সামাজিক উদ্যোগ এর যৌথ উদ্যোগে ১৪ এপ্রিল প্রথম রমজান থেকে শুরু হয়েছে মাসব্যাপী ইফতার প্রদান কর্মসূচি।
করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ, কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে এসব বিতরণ করা হচ্ছে। ইফতারের বক্সে খাদ্য সামগ্রী হিসেবে- ছোলা ঘুগনী, সবজি চপ, ডাউলের বড়া, খেজুর, মুড়ি, জিলাপী, কলা, গাজর ও শসা থাকছে। স্বেচ্ছাসেবকবৃন্দর মাধ্যমে ইফতারীর প্যাকেট অসহায়দের নিকট পৌঁছে দেয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন অপু হোসেন, মো আরাফাত, নাফিজ, রবিন কুমার ও কৌশিক আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেয়ার এর পরিচালক ও ঐতিহ্য পরিষদ, কুষ্টিয়া এর সাধারণ সম্পাদক দেওয়ান আখতারুজ্জামান।
এ উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে শরিক হচ্ছেন অনেকেই।
Leave a Reply