December 23, 2024, 1:49 am
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
বাজার স্থিতিশীল রাখতে প্রথমবারের মতো দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পণ্যটির দাম বেঁধে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। খুচরা পর্যায়ে বেসরকারি এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা ও সরকারি এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম ৫৯১ টাকা নির্ধারণ করেছে।
গতকাল ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল দাম ঘোষণা করেন।
আদেশে সৌদি আরামকো কোম্পানির মার্চ মাসের প্রোপেন ও বিউটেনের দামের ওপর ভিত্তি করে প্রতি কেজি ৭৬ টাকা ১২ পয়সা এবং মূসকসহ ৮১ টাকা ৩০ পয়সা ধরে এ দাম নির্ধারণ করেছে। সে হিসেবে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৯৭৫ টাকা (মুসকসহ) পড়ে। একইভাবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪৭ দশমিক ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
১২ কেজি এলপিজির দামের পাশাপাশি কমিশন বিভিন্ন আকারের সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে বিইআরসি। সাড়ে ৫ কেজি এলপি গ্যাসের দাম ৪৪৭ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৭ টাকা, ১৫ কেজি ১ হাজার ২২০ টাকা, ২০ কেজির দাম ১ হাজার ৬২৭ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩২ টাকা, ৩৫ কেজির দাম ২ হাজার ৮৪৬ টাকা ও ৪৫ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply