October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরো নতুন ২১ জনের করোনা সনাক্ত হয়েছে ; মৃত্যু হয়েছে ২ জনের। এ আক্রান্ত ২১ জনের মধ্যে ১২ জন কুষ্টিয়া সদর উপজেলার, ৫ জন কুমারখালী উপজেলার, ১ জন দৌলতপুর উপজেলার এবং ৩ জন ভেড়ামারা উপজেলার।
কুষ্টিয়ার ১০১ জনের টেস্টে ২১ জনের মধ্যে করোনা পাজিটিভ পাওয়া যায়। এছাড়া বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১২৬ টি স্যাম্পলের পরীক্ষায় ১২ ফলাফল পজিটিভ এসেছে।
জেলাতে চব্বিশ ঘন্টায় মারা গেছে দুই জন। এদের দুজনের বাড়িই কুষ্টিয়া সদর উপজেলার।
অন্যদিকে, পাশ^বতী জেলা ঝিনাইদহে ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ ্এপ্রিল মোট ২৮১টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১০১টি, ঝিনাইদহ জেলার ৫৪টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১২৬ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৩৬৭জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৯৬৮ জন।
Leave a Reply