দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরো নতুন ৩৯ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত ৩৯ ব্যাক্তির মধ্যে ৩৩ জন কুষ্টিয়া সদর উপজেলার। ২ জন ভেড়ামারা উপজেলার ও ১ জন মিরপুর উপজেলার ও ৩ জন খোকসা উপজেলার। কুষ্টিয়ার ১১৭ জনের টেস্টে ৩৯ জনের মধ্যে করোনা পাজিটিভ পাওয়া যায়। এছাড়া বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৪টি স্যাম্পলের পরীক্ষায় ৪ ফলাফলই পজিটিভ এসেছে।
জেলাতে চব্বিশ ঘন্টায় মারা গেছে দুই জন।
অন্যদিকে, পাশ^বতী জেলা ঝিনাইদহে ৩ ও চুয়াডাঙায় ৩, মেহেরেপুরে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১ এপ্রিল মোট ২৭৯টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৩৮টি, চুয়াডাঙ্গা জেলার ৩৩টি, ঝিনাইদহ জেলার ৯টি, মেহেরপুর জেলার ২৬টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৪টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৩৪৬জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৯৬৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৪ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি