দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলার গ্রোপগ্রাম বাজারের ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সেন্টারে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে শনিবার দুপুরে । চোরেরা ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট আব্দুল হালিম মৃধা জানান, তিনি সকাল থেকে অফিস করে দুপুর দেড়টার দিকে বাড়িতে খেতে যান। বাড়িতে থাকাকালীন মোবাইলে তিনি ব্যাংকের সিসি ক্যামেরা একবার চেক করে বন্ধ দেখে ইন্টারনেট লাইনে সমস্যা হয়েছে বরে মনে করেন। বিকেল সাড়ে তিনটার দিকে এসে রুম খুলে দেখেন সবকিছু যত্রতত্র অবস্থায় পড়ে আছে। এ সময় স্টিলের ড্রয়ারে রাখা ১ লাখ ৭০ হাজার টাকা উধাও পান তিনি।
এ বিষয়ে খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। আশা করা যায় খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি