December 22, 2024, 8:19 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দোকান থেকে ঝুড়ি ভাজা চুরির অভিযোগ এনে ১২ বছর বয়সী সিয়াম নামের এক শিশুকে বেধড়ক মারধর করেছে বাচ্চু নামে এক মুদি দোকানি।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে।
শিশু সিয়াম ওই এলাকার আমিরের ছেলে। মুদি দোকানি মারধরে শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও কালশিরা জখম হয়েছে। ফুলে গেছে চোখ সহ আশপাশের সব অংশ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন ওই শিশুটির মা।
এজাহার জানা যায়, ৯ এপ্রিল শুক্রবার বেলা ১১টার দিকে সিয়াম তার ৫ বছর বয়সী ছোট ভাইকে নিয়ে ওই এলাকার মৃত মোতাই’র ছেলে বাচ্চুর দোকানে আইসক্রিম কিনতে যায়। এসময় বাচ্চু বাড়ির মধ্যে থাকার কারণে তাকে বেশ কয়েকবার ডাক দেয় সিয়াম। বাচ্চু বাড়ির মধ্যে থেকে রাগান্বিত অবস্থায় বেড়িয়ে এসে সিয়ামের চোখ বরাবর ঘুষি মারে। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে শিশু সিয়াম। এরপর ¯’ানীয়রা সিয়ামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি করে নেয়।
ঘটনা বেগতিক দেখে বাচ্চু জানায় তার দোকানে ঝুড়ি ভাজা চুরি করেছে ওই শিশু।
শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply