December 22, 2024, 8:05 pm
দৈনিক কুস্টিয়া প্রতিবেদক/
অবশেষে মেডিকেল কলেজে পড়ার স্বপ্নটি পূরণ হতে চলেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সিঙ্গারা বিক্রেতার কন্যা রাবেয়া আক্তার রুমির। তার পড়ালেখার যাতীয় দায়িত্ব নিয়েছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। শনিবার (১০ এপ্রিল) সকালে তিনি রাবেয়ার বাবা রমজান আলীকে লোক পাঠিয়ে তার কার্যালয়ে ডেকে নিয়ে আসেন। তিনি রাবেয়ার রংপুরে মেডিকেল কলেজে ভর্তি থেকে শুরু করে ডাক্তারি পড়ালেখার সব খরচ বহন করার ঘোষণা দেন।
কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সেরকান্দির বাসিন্দা রমজান আলীর মেয়ে রাবেয়া। কুমারখালী এমএন পাইলট হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও কুমারখালী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করে মেয়েটি। রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ যায় সে।
দারিদ্রের কসাগাতে জর্জরিত ফুটপাতে সিঙ্গারা-চপ বিক্রেতা রমজান আলীর পক্ষে মেয়েকে মেডিকেলে পড়ানোর স্বপ্ন ¤øান হতেই বসেছিল। মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পাবার আন্দটি বেদনা হয়ে দেখা দিতে শুরু করে তার কাছে।
এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জজ জানান সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিষয়টি তিনি জানতে পারেন।
এই ঘটনায় শিহরিত রমজান আলী প্রধমেই কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের সংসদ সদস্যকে। তিনি বলেন মেয়েকে স্বপ্নের সিঁড়িতে দেখতে পেরে তিনি যারপর নাই আনন্দিত।
রাবেয়ার লাইলা খাতুন ধন্যবাদ জানান এমপিকে।
সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, ‘দারিদ্র আর যাই করুক পড়ালেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না। বিশেষ করে এই ধরনের মেধাবী সন্তানদের জন্য।
Leave a Reply