December 22, 2024, 2:43 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরো নতুন ২২ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত ২২ জন ব্যক্তির মধ্যে ১১ জন কুষ্টিয়া সদর উপজেলার, ২ জন কুমারখালী উপজেলার, ৩ জন দৌলতপুর উপজেলার, ৫ জন ভেড়ামারা উপজেলার ও ১ জন মিরপুর উপজেলার। কুষ্টিয়ার ১৩৮ জনের টেস্টে ২২ জনের মধ্যে করোনা পাজিটিভ পাওয়া যায়। এছাড়া বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩১টি স্যাম্পলের পরীক্ষায় ৯ ফলাফল পজিটিভ এসেছে।
অন্যদিকে, পাশ^বতী জেলা ঝিনাইদহে ১৮ ও চুয়াডাঙায় ৬, মেহেরেপুরে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯ এপ্রিল মোট ২৮৩টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৩৮টি, চুয়াডাঙ্গা জেলার ৪৮টি, ঝিনাইদহ জেলার ৩৭টি, মেহেরপুর জেলার ৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩১টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪২৯৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৯৩৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২ জন।
Leave a Reply