December 22, 2024, 10:14 am
জাহিদুজ্জামান/
মুজিব শতবর্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড বোরো ধানের সমলয়ে চাষ হচ্ছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায়। সেখানকার ৬৫ জন কৃষককে নিয়ে সমবায় ভিত্তিতে ৫০ একর জমিতে একযোগে উচ্চ ফলনশীল বোরো ধান রোপণ করা হয়েছে। এ বছরের ২৭ থেকে ৩১ জানুয়ারি একযোগে যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করা হয়। এর আগে কৃষকরা রাইস ট্রান্সপ্লান্টারের ট্রেতে বীজ বপণ করেন। একযোগে ৫০ একর জমিতে পুরো চাষাবাদ করা হচ্ছে আধুনিক যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে। মেশিনের সাহায্যে আগাছা নিড়ানো হচ্ছে, কীটনাশক দমন হচ্ছে আইপিএম পদ্ধতিতে। পরিমিত সার এবং সেচ দেয়া হচ্ছে আধুনিক পদ্ধতিতে।
মিরপুর উপজেলার আমলা-খয়েরপুর গ্রামে ৪ এপ্রিল এই প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জাহিদুল আমিন। উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ্যামল কুমার বিশ^াস, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র সেন। কৃষকদের প্রশিক্ষণ হিসেবে কৃষি যান্ত্রিকীকরণের পাইলট প্রকল্প ৫০ একরের সমলয় চাষ দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
কৃষিবিদ মো. জাহিদুল আমিন সাংবাদিক জাহিদুজ্জামানকে বলেন, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ হচ্ছে। সরকার কৃষিকে যান্ত্রিকীকরণে বদ্ধ পরিকর। সারাদেশে আধুনিক কৃষিযন্ত্র সমবায় ভিক্তিক কৃষকদের অর্ধেক ভর্তুকিতে দেয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশের দিকে ধাবিত হবে বলেন তিনি।
Leave a Reply