দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীরা দ্বিতীয় দিনেও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় বাংলাদেশের অন্যতম বৃহৎ কাপড়ের হাট পোড়াদহে এবং সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরে মানববন্ধন হয়।
পোড়াদহে ব্যবসায়ী নেতারা দাবী করেন, এই হাট প্রায় ৫ হাজার শ্রমিকের কর্মস্থান। লকডাউন চলতে থাকলে এরা সবাই না খেয়ে মারা যাবে। তাই অবিলম্বে এই লকডাউন প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে পোড়াদহ ব্যাবসায়ী সমিতির সভাপতি, হাজী নুরুদ্দীন মন্ডল, সহসভাপতি বাদশা আলম, নাসিম সাইগল মুন্না, কোষাধ্যাক্ষ রবি বিশ্বাস, প্রচার সম্পাদক বাবুল হোসেন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এদিকে বেলা সাড়ে ১২ টার দিকে লকডাউনে একবেলা হলেও দোকান খোলা রাখার অনুমতি চেয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন কুষ্টিয়া শহরের এনএস রোডের ব্যাবসায়ীরা।
ঘন্টাব্যাপী বিক্ষোভ শেষে শহরের বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ করেন ব্যবসায়ীরা। সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে তারা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে তাদের এবং এর সঙ্গে জড়িতদের চরম দুর্ভোগে পড়তে হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি