দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের মন্ডলপাড়ায় জিকে খালে ডুবে মারা গেছে ৬বছরের শিশু। খবরটি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবীর। নিহত শিশুর নাম মো. সাবেত। সে ওই গ্রামের ভ্যানচালক মো. দানেচ আলীর ছেলে। নিহত সাবেত আইলচারা নুরানী মাদ্রাসার ছাত্র ছিলো।
আইলচারা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. নূরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে বড় আইলচারা জিকে ক্যানেলে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভ্যানচালক দানেচ আলী পোষা গরুর গা ধোয়ানোর জন্য বড় আইলচারার জিকে ক্যানেলে নিয়ে যান। ক্যানেলে গরু নিয়ে নামলে তার সাথে আসা ছেলে সাবেতও পানিতে নামে। গরুর গা ধোয়ানো শেষে দানেচ বাড়িতে চলে গেলেও শিশুটি অন্য ছেলেদের সাথে গোসল করছিলো। পরে শিশুটি বাড়িতে না গেলে বাড়ির লোকজন সেখানে এসে খুঁজতে থাকেন। লোকজন শিশুটির লাশ পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে মরদেহ দাফন করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি