প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২১, ৯:০৫ পি.এম
আন্দোলনে কুষ্টিয়া পৌরসভার নর্দমা ও ট্রাক শ্রমিকরা
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন কুষ্টিয়া পৌরসভার নর্দমা ও ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৬টা থেকে কুষ্টিয়া পৌরসভার সামনে অবস্থান নেন তারা।
দিনে মজুরি ভিত্তিতে এরা পৌরসভার সড়কের ময়লা ঝাড়ু দিয়ে এবং নর্দমা পরিস্কার করে তোলা ময়লা ট্রাকে তুলে ভাগাড়ে নিয়ে যান। পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, কিছু শ্রমিক কাজে যোগ দিলেও বাকীরা আন্দোলনেই আছেন। তিন বছর আগে এদের মজুরি বৃদ্ধি করে দিয়েছিলেন মেয়র আনোয়ার আলী। পরিষদ আবার বসে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান প্রকৌশলী রবিউল।
পৌর এলাকার ২১টি ওয়ার্ডে নির্দিষ্ট কর্মীরা দিন প্রতি ২৫০- ২৬৫ টাকা মজুরি ভিত্তিতে কাজ করেন। শ্রমিকরা বলেন দুপুর ২টা পর্যন্ত ডিউটি করার পর দিনে আর কোথাও কাজ পাওয়ার সুযোগ থাকে না। তাই অর্থাভাবে কষ্টে দিন যাচ্ছে তাদের। এ কারণেই মজুরি বাড়ানোর দাবি তাদের।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি