দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ফেসবুক ভিডিওতে হেফাজত নেতা মামুনুলের গুণকীর্তন ও সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদ্গার করা ওই পুলিশ কর্মকর্তা এএসআই গোলাম রাব্বানীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে কুষ্টিয়া পুলিশ। তাকে কুষ্টিয়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে প্রত্যাহার করে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে- জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। তিনি বলেন, গোলাম রাব্বানীকে বরখাস্ত করা হয়নি, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে, তার ব্যাপারে তদন্ত কমিটি হয়েছে কী-না সে ব্যাপারে জানাতে চান নি পুলিশ সুপার।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এএসআই গোলাম রাব্বানী কুষ্টিয়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার অফিসিয়াল দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বলেন, গোলাম রাব্বানী শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন এরজন্য যা যা করা দরকার সবই আমরা করছি।
পুলিশের পোশাক পরা অবস্থায় গোলাম রাব্বানীকে ফেসবুক ভিডিওতে বলতে দেখা গেছে, মামুনুল হক হুজুরের একটি ভিডিও দেখলাম। যে ভিডিওতে দেখা যায়, স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন তিনি। অধিকাংশ সাংবাদিক সেখানে চিল্লাপাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে। আমার প্রশ্ন- সাংবাদিককে এই অধিকার কে দিয়েছে। আপনি যে কাবিননামা দেখবেন, আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিয়েছে? আমি তো পুলিশের চাকরি করি, আমার জানা নাই। ভণ্ডামির একটা সীমা আছে। যদি স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে যেত, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। মিডিয়ার মাধ্যমে এমন একটা আলেম মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি