November 1, 2024, 8:30 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
লকডাউনের প্রথম দিনে শহরের বিভিন্ন প্রান্তে ঢিলেঢালা অবস্থা। দোকানপাট বন্ধ রয়েছে। তবে দোকানের সামনে বা আশেপাশে চুপচাপ বসে রয়েছে দোকানের মালিক বা কর্মচারীরা। পরিস্থিতি দেখে বন্ধ সাটার খুলে বেচাকেনাও করছে তারা।
সরকার ঘোষিত ১৮ দফা নির্দেশনা কার্যকরে কোন পদক্ষেপ চোখে পড়েনি। মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। রয়েছে টহল পুলিশও। সকাল থেকে কয়েকটি রুটে কিছু বাস ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শহরে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক চলছে আগের মতই।
শহরের পৌরবাজারসহ সবগুলো কাঁচাবাজারে মানুষের উপচেপড়া ভিড় চোখে পড়েছে। সেখানে সামাজিক দূরত্বের কোন বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। তারা যত্রতত্র চলাফেরা করছেন।
মুখে মাস্ক নেই কেন জিজ্ঞেস করা হলে এক দু’জন বলেন মাস্ক পকেটে আছে। বেশী ভীঁড় দেখলেই পড়বেন বলেন জানালেন আরেকজন।
তবে অফিস পাড়া বন্ধ রয়েছে। আদালত পাড়ায় শুধু খোলা রয়েছে চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেটের আদালত। তবে কঠোর নিয়ম মানা হচ্ছে সেখানে। ১টা পর্যন্ত প্রায় ২০টি মামলার শুনানি হয়েছে বলে জানান সেখানকার কর্মচারীরা। কয়েকটি মামলায় জামিনও হযেছে।
জেলার ৬টি উপজেলা শহর ও গ্রামাঞ্চলে লকডাউন আরও ঢিলেঢালাভাবে বলে খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, লকডাউন কার্যকর করতে গতকাল থেকেই ব্যাপক মাইকিং করা হচ্ছে। সকাল থেকে মাঠে প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। লকডাউন কার্যকর করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply