January 2, 2025, 9:59 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, গাংনী/
গাংনীতে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্টে ২ বছরের শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার ধানখোলা ইউপির অন্তর্গত চিৎলা হালদারপাড়া গ্রামে অরিত্র বিশ্বাস (২) নামের এক শিশুপুত্র পানি তোলা বৈদ্যুতিক মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। নিহত শিশু অরিত্র বিশ্বাস চিৎলা হালদারপাড়ার দেবদাস বিশ্বাসের ২য় পুত্র।
নিহত অরিত্র এর পিতা দেবদাস বিশ্বাস জানান, আমি ২ সন্তানের জনক। বড় ছেলের বয়স ১০ বছর।আমি চিৎলা বাজারে ছোট একটি ফার্মেসী ব্যবসায়ী। বাড়িতে টিউবওয়েলের সাথে পানি তোলার জন্য বৈদ্যুতিক মটর ব্যবহার করি। ঐ সময় পানি উত্তোলন করা হচ্ছিল। শিশু পুত্র অরিত্র খেলার ছলে চলন্ত মোটরের তারে হাত দিলে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় মুদি ব্যবসায়ী সুমন জানান,ঘটনার সাথে সাথে প্রতিবেশীরা মোটর সাইকেল যোগে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
ঘটনা জানতে পেরে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনাস্থলে পুলিশ সদস্য এসআই জহির উদ্দীন পাঠালে হাসপাতালে মৃতের সুরতহাল রিপোর্ট করেন।
Leave a Reply