দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় শ্লীলতাহানীর অভিযোগে যুবক ইয়ারুল ইসলাম (২৬)কে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ ইসাহাক আলী দণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০ মার্চ বিকাল ৪ টায় খোকসা ইউনিয়নের হেলালপুর মধ্যপাড়া গ্রামে এ আদালত বসেন। একই গ্রামের ভিকটিম, সাক্ষীদের বয়ান এবং অভিযুক্তের স্বীকারোক্তির প্রেক্ষিতে দন্ডবিধির ৫০৯ ধারায় তিনি এ আদেশ দেন বলে জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী আরো বলেন, অভিযুক্ত ইয়ারুল এর আগেও এই ভিকটিমকে চিঠি ও অশ্লীল প্রস্তাব দিয়েছিলো। এই আদালত এর আগেও একবার তাকে সতর্কও করেছিল। এবার ৩০ মার্চ দুপুরে সে ওই নারীর শ্লীলতাহানি করে। ভিকটিমের স্বামী ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ দিলে আদালত ঘটনাস্থলে যান। এসময় খোকসা থানার এস আই মোজাম্মেল হক, এস আই ইসমাইল হোসেন এবং এ এস আই নাহিদসহ পুলিশ সদস্যরা অভিযুক্তকে আটক করে আদালতে আনেন।
সাজাপ্রাপ্তকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি