January 15, 2025, 6:33 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের জিনিসপত্র। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে আলমডাঙ্গা উপজেলা শহরের এসব ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ আলাউদ্দিন বেডিং ও আলাউদ্দিন ফার্নিচারের তুলার গোডাউনে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মোস্তফার মোটরসাইকেল গ্যারেজ ও সেলিমের পার্টসের দোকানে। অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে পুড়ে গেছে তুলার গোডাউনে থাকা তুলা ও তোষক বানানোর জিনিসপত্র, মোটরসাইকেল গ্যারেজ ও পার্টসের দোকানের জিনিসপত্র।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাজাহান আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। আগুন নেভাতে গিয়ে অহিদুল ইসলাম তিতাস নামে এক ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, তুলার গোডাউনে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনি আরও জানান, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়া তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের কোনটিতেই অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই অগ্নি নির্বাপক যন্ত্র রাখা উচিৎ।
আলাউদ্দিন বেডিং ও আলাউদ্দিন ফার্নিচারের মালিক মোহাম্মদ জিন্নাহ জানান, অগ্নিকাণ্ডে তার ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোটরসাইকেল গ্যারেজের মালিক গোলাম মোস্তফা জানান, গ্যারেজে থাকা মোটরসাইকেলের জিনিসপত্রসহ মোট প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
পার্টসের দোকানের মালিক সেলিম উদ্দিন জানান, দোকানের মালামাল আগুনে পুড়ে প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তার।
Leave a Reply