December 27, 2024, 6:05 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বিত্তিপাড়া বাজারে ট্রাক চাপায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোমা মন্ডল (৫২), তার বাড়ি পাশ্ববর্তী সোনাইডাঙ্গা গ্রামে। ২৯ মার্চ বিকাল ৪টার দিকে বাজারের মসজিদের সামনে সাইকেল চালিয়ে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার নিহত হয়।
কুষ্টিয়া হাইওয়ে ফাঁড়ির ওসি জুলহাস উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ফাড়িতে নিয়ে এসেছে। স্থানীয়রা ট্রাকটি আটকে রাখলেও এর চালক পালিয়ে যায়। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছেন- জানান ওসি।
স্থানীয় ব্যবসায়ী রুবেল হোসেন জানান, নিহত সোমা মণ্ডল প্রতিদিনই বিকালে বিত্তিপাড়া বাজারে আসতেন। আড্ডা দিয়ে রাতে বাড়ি ফিরে যেতেন।
Leave a Reply