December 22, 2024, 8:17 am
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় গ্রামে নিজ বাড়িতে আগুন লেগে মাহিরন খাতুন (৭০) নামের এক জনের মৃত্যু হয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার এ খবরের সত্যতা স্বীকার করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
২৮ মার্চ বেলা ৩টার দিকে খোকসার ঈশ্বরদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে খোকসা ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস স্টেশনের সাব অফিসার মোঃ মোশাররফ হোসেন জানান, বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। শুকনা পাতায় আগুন লেগে পাটকাঠির ঘর পুড়তে শুরু করে। এসময় বৃদ্ধা মাহিরন খাতুন আগুন দেখে নিভাতে গিয়ে পড়ে যায়। সেসময় অন্য কেউ না থাকায় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। একে একে আগুনে পুড়ে যায় বাড়ির তিনটি ঘর।
এলাকার লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply