October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলা ও কুষ্টিয়া শহরে হেফাজতে ইসলামের ডাকা হরতালের কোনো প্রভাব নেই। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই গণপরিবহন চলাচল করছে নগরীতে। সকল দোকনপাট খোলা। ব্যবসরা বাণিজ্য চলছে। সাধারণ মানুষ অবাধে চলাফেরা করছে।
শহরের অধিকাংশ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান দেখা গেছে। এসব মোড়ে দোকানপাটও সবই খোলা রয়েছে। ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে।
একই চিত্র জেলার ছয়টি উপজেলাতেও। বিভিন্ন উপজেলা থেকে দৈনিক কুষ্টিয়ার সংবাদদাতারা জানাচ্ছেন সেখানে জীবন ও যান চলাচল পুরোপুরি স্বাভবিক। হেফাজতের কোন তৎপরতা তাদের চোখে পড়েনি।
খোকসা থানার ওসি মোহাম্মদ কামরুজ্জাজমান জানান উপজেলাতে সবকিছু স্বাভাবিক আছে। গাড়ি চলছে, দোকান পাটও খুলেছে। কোথাও মিছিল-মিটিংয়ের খবর পাওয়া যায়নি।
এদিকে শহরের মধ্যে অটোরিকশাসহ সকল যানবাহন চলাচল করছে। হরতালের কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। সড়কে পুলিশের সাঁজোয়া যানসহ পুলিশ, র্যাব ও বিজিবি টহল দিচ্ছে।
কুমারখালী থানার ওসি মুজবুর রহমান বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সর্তক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশে মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া শহরের ব্যবসায়ী ও আওয়ামী লীগের জেলা কমিটির অর্থ সম্পাদক অজয় সুরেকা জানান কুষ্টিয়ার সাধারণ মানুষ হরতাল প্রত্যাখান করেছে। এখানে সকল ব্যবসা বাণিজ্য স্বাভাবিক দিনের মতোই চলছে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে রয়েছে মৌলবাদী জঙ্গী গোষ্ঠীর যে কোন অপতৎপরতা রুখে দেয়া হবে। কুষ্টিয়াতে মৌলবাদীদের কোন আশ্রয় নেই।
Leave a Reply