December 23, 2024, 12:41 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে তৈরি ও অবৈধভাবে চালিত বালিভর্তি লাটাহাম্বা ও ট্রাক্টরের প্রাণ গেছে একজনের। শুক্রবার (২৬ মার্চ) কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চকোরঘুয়াতে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম আনিছুর রহমান দরজি (৩৮)। তিনি নন্দলালপুর গ্ৰামের মহাসিন দরজির ছেলে। তিনি কুষ্টিয়ায় নিটল টাটা কোম্পানির নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, নিহত ব্যক্তির স্বজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আনিসুর নিজ কর্মস্থল নিটল টাটা কোম্পানির অফিসে যাচ্ছিলেন। পথে বালুবোঝাই ট্রাক ও ট্রাক্টর দুটি বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করছিল। গাড়ি দুটি কেউ কাউকে সাইড দিচ্ছিল না।
এ সময় দুটি গাড়ির মাঝখানে পড়ে আহত হন আনিসুর। এলাকাবাসী তাকে কুমারখালী সরকারী স্বাস্থ্য ভবনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গাড়ি দুটিকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply