দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। কয়েক জন সাংবাদিক ফেসবুকে ছবিসহ পোস্ট করলে শুক্রবার দুপুরে পতাকা উত্তোলন করা হয়।
এক সাংবাদিক তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন জেলা সার্ভার স্টেশন ও কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সকাল সাড়ে ১০টায়ও জাতীয় পতাকা উত্তোলন হয়নি। তিনি জানান, তিনি ওই অফিসের সামনে পৌনে ১১টা পর্যন্ত ছিলেন। এ সময় পর্যন্ত অফিস তালাবদ্ধ ছিলো, কাউকে দেখা যায়নি। জাতীয় পতাকা তোলার স্টান্ডও খালি ছিলো।
দুপুরে আড়াইটার দিকে নির্বাচন অফিসে গিয়ে অবশ্য পতাকা উড়তে দেখা গেছে। তবে, এসময়ও অফিস তালাবদ্ধ ছিলো, পাওয়া যায়নি কাউকে।
এ ব্যাপারে টেলিফোনে কথা হয় কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমানের সঙ্গে। তিনি পতাকা না তোলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, অফিসে পতাকা তোলা হয়েছে।
এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়েও দুপুর পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। খোলা হয়নি বিদ্যালয়ের তালা। সকাল ৯ টায় বিদ্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিছু ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আসলেও তালাবদ্ধ দেখে ফিরে যায়। পরে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন বিশ্বাস নিজ উদ্যোগে বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি