December 24, 2024, 6:26 pm
=
দনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙা/
চুয়াডাঙ্গায় চিত্রা নদীর অবৈধ বালিঘাটের দখল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রপের মধ্যে সৃষ্ট বিরোধে বুধবার জাহাঙ্গীর মল্লিক (৩৫) নামে এক আওয়ামীলীগ নেতকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে নিহতের মরদেহ নিয়ে মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশ থেকে আগামী শনিবারের মধ্যে হত্যা মামলার মূল আসামীরা গ্রেফতার না হলে রোববার অর্ধদিবস হরতালের ঘোষনা দিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এদিকে, হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো: ফকরুল আলম খান জানান ঐ নদীর বুকে জেগে ওঠা চরের বালি দখল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপ ও যুবলীগের একটি অংশের মধ্যে বিরোধ চলে আসছিল। লিজ বিহীন ঐ বালি মহল থেকে বিভিন্ন গ্রæপ বালি তুলে বিক্রি করে আসছিল।
বুধবার বিকেলে সে একই উপজেলার নুরুল্লাহপুর গ্রামের রনজিত মল্লিকের ছেলে ও তিতুদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মল্লিক বালি তুলতে যান সাড়ে তিনটার দিকে।
ওসি জানান জাহাঙ্গীর মল্লিক পেশায় একজন বালি ব্যবসায়ীও ছিলেন।
এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান ও তার ১০/১১ জন সহযোগী জাহাঙ্গীরের উপর হামলা চালিয়ে তাকে চরম মারধোর করে। গুরুতর আহত জাহাঙ্গীরকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অব¯’ায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান জাহাঙ্গীর।
এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়ায়। পুলিশ শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে।
নিহত জাহাঙ্গীরের বাবা রনজিত মল্লিক বাদী হয়ে বুধবার রাত ১২টার দিকে সদর থানায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসানসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামী করা হয়েছে ছয়ঘরিয়া গ্রামের যুবলীগ নেতা আবদুল মোমিন, জিসান, লিমনসহ মোট ১১জনকে।
এদিকে বৃহস্পতিবার দুপুর ২টায় এ হত্যার প্রতিবাদে শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহবান করা হয়। মিছিলের সমানে নিহত জাহাঙ্গীরের মরদেহ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগগের একাংশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গভায় বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন বিএনপি জামাত থেকে আওয়ামী লেিগ আসা গুন্ডারাই এ ঘটনা ঘটিয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের শনিবারের মধ্যে গ্রেফতার করা না হলে আগামী রোববার অর্ধদিবস হরতাল পালন করা হবে বলে ঘোষণা দেন।
সমাবেশে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
এদিকে ওসি বলেছেন হত্যাকারীদের ধরতে পুলিশ অবিযান চালাচ্ছে।
Leave a Reply