December 22, 2024, 9:10 am
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় বিয়ের উদ্দেশ্যে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। স্কুলছাত্রীর বাবা ইউনিয়ন পরিষদের মেম্বারসহ ৪জনকে আসামী করে মামলা করেছেন। পুলিশ এরমধ্যে একজনকে আটক করেছে।
খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেছেন, ২৪ মার্চ দুপুরে করা মামলা নং- ১৫। ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ এবং ৩০। পুলিশ এজাহারভূক্ত ৩নং আসামী মহসীন হোসেনকে গ্রেফ্তার করেছে। বাকীদের ধরতে অভিযান চলছে। অপহৃত মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি ঘটে, গত ১৬ মার্চ রাত সাড়ে ৮টার দিকে। খোকসা আমবাড়ীয়া গ্রামের ওই ছাত্রীকে নিজ বাড়িতে টয়লেটের সামনে থেকে তুলে নিয়ে যান ওই গ্রামের যুবক রাজিব মোল্লা (২৬) ও তার সহযোগীরা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিয়ে করার উদ্দেশ্যে তুলে নিয়ে যায় বলে মেয়ের বাবা জানিয়েছেন। পরে স্থানীয়দের চাপের মুখে মেয়েকে রাত সোয়া ১২টার দিকে খোকসা উপজেলা হাসপাতালের সামনে রেখে যায়। এ নিয়ে পরদিন গ্রামে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার আরিফুল ইসলাম নয়নের উপস্থিতিতে সালিস বৈঠক হয়। তাতেও কোন সমাধান হয়নি। মোড়লরা সময় ক্ষেপণ করতে থাকে। শেষ পর্যন্ত মেয়ের বাবা বুধবার অভিযোগ নিয়ে যান ভবানীগঞ্জ পুলিশ ক্যাম্পে। সেখান থেকে থানায় গেলে মামলা রেকর্ড করা হয়। মামলার আসামীরা হলেন, রাজিব মোল্লা (২৬), ওয়ার্ড মেম্বার আরিফুল ইসলাম নয়ন, মহসীন হোসেন ও মতিন শেখ।
Leave a Reply