December 21, 2024, 8:29 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাসদের উদ্যোগে পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য পতাকা র্যালী বের হয়ে মিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহাম্মদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বাহাদুর শেখ, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর আলী, মিরপুর উপজেলা জাসদের সদস্য মোঃ আরিফুল ইসলাম, মিরপুর উপজেলা জাসদের অন্যতম নেতা মিজানুর রহমান মিজান, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাইদুর রহমান মন্টু, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, পোড়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি উত্তম কুমার চক্রবর্তী ও আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন শিলু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বারুইপাড়া ইউনিয়ন জাসদের অন্যতম নেতা ডাঃ মাসুদ রানা, জাতীয় নারী জোটের নেত্রী মোছাঃ শেফালী খাতুন, মোছাঃ লিপি খাতুন, মোছাঃ রুমানা খাতুন মেম্বার, আফরোজা খাতুন মনা, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুখতিছুর রহমান মির্জা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply