প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ৯:৪১ পি.এম
দৌলতপুরে আগুনে পুড়লো কৃষকদের ১১টি ঘর
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে চার কৃষকের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে চারটি ছাগল মারা যায়। ২২ মার্চ দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরসোনাতলা গ্রামে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে। রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছে। তবে ইউনিয়ন পরিষদ থেকে তাদের সার্বিক খোঁজ-খবর নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, চরসোনাতলা গ্রামের ওহাব মাঝির বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে ওহাব মাঝির বাড়িসহ আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। দৌলতপুরে ফায়ার সার্ভিস না থাকায় এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও ওহাব মাঝির তিনটি ঘর, তার ছেলে শিপন ও লিটনের ছয়টি ঘর এবং প্রতিবেশী আব্দুলের দুইটি ঘর পুড়ে গেছে।
আগুনে ওহাব মাঝিসহ ক্ষতিগ্রস্ত সকলের চারটি ছাগল, নগদ ২০ হাজার টাকা, রসুন, মসুর ও বিভিন্ন প্রকার খাদ্যশস্য এবং আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
গত সপ্তাহেও দৌলতপুরে ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা এই উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন করার দাবি জানিয়েছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি