প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ৭:০৮ পি.এম
খোকসায় এক পরিবারের ৮ জন করোনা পজেটিভ
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় এক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের ৮ জনের একযোগে করোনা পজেটিভ ধরা পরেছে। এর আগে এ পরিবারের আরো অপর দুই সদস্যের করোনা ধরা পরে।
রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান দৈনিক কুষ্টিয়া কে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, একতার পুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা হবিবর রহমান হবির ছোট ভাই ও তার স্ত্রী সম্প্রতি করোনা আক্রান্ত হন। পজেটিভ রোগীর সংস্পর্শে থাকা এই পরিবারের অপর ৮ সদস্যে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কুষ্টিয়ার পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের কাছে চেয়ারম্যানের পরিবারের এক শিশু ও বৃদ্ধসহ সবার করো পজেটিভ রিপোর্ট পাঠানো হয়।
একই পরিবারের ৮ সদস্যের মধ্যে রয়েছেন একতারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান হবি, তার বাবা দেলবর রহমান, মমতাজ সুলতানা, সরমিলি, শেফা আক্তার, রহিদুল, শরিফুল ও শিশু রোহান।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, করোনা আক্রান্ত চেয়ারম্যানসহ তার পরিবারের অনেকের মধ্যে করোনার উপসর্গ নেই। এ পর্যন্ত উপজেলায় ১৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালের করোনা কেয়ার ইউনিট ও বাড়িতে আইসুলেশনে রয়েছেন ১৯ জন। আর মৃত্যু বরণ করেছেন ৬ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি