December 22, 2024, 9:06 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় শিশু শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। এব্যাপারে আসামি সুবীর বিশ্বাস (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মামলার এজাহারে জানা গেছে, কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামের নাগর পাড়ায় বাড়ি আসামি ও ভিকটিমের। রবিবার সকাল সাড়ে ১১ টায় আসামি কৃষক সুবীর বিশ্বাস (৫৫) ওই শিশুটি (৬)কে দোকান থেকে ললিপপ কিনে দিয়ে পার্শ্ববর্তী পান বরজের মধ্যে নিয়ে যায়। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। ভয়ে শিশুটি চিৎকার করলে লোকজন ছুটে আসে। সেসময় সুবীর বিশ্বাস পলিয়ে যায়। এ বিষয়ে ঘটনার একদিন পর আজ সোমবার দুপুরে শিশুটির বাবা-মা থানায় উপস্থিত হয় শ্রীলতাহানি অভিযোগে মামলা দায়ের করেন। খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন। বিকেলেই পুলিশ পাঠিয়ে আসামি গ্রেপ্তার করেন। সুবীর বিশ্বাস ঘটনার কথা স্বীকার করেছে বলে ওসি জানান। সুবীর বিশ্বাসের স্ত্রী ও দুটি সন্তান আছে।
Leave a Reply