দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
২১ মার্চ ২০২১ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আলাদা অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে চরচিলমারী সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১০ বোতল মদ, ১৭ বোতল ফেন্সিডিল এবং ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। টহল কমান্ডার সুবেদার মোঃ সবুর সিকদার এ অভিযান পরিচালনা করেন। অপর অভিযানে দৌলতপুরের প্রাগপুর মাঠ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১৭ বোতল মদ, ৯ বোতল ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এ অভিযান পরিচালনা করেন, নায়েব সুবেদার জাকির হোসেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি