দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা পুলিশের পক্ষে সচেতনতা সভা, র্যালি, পথসভা এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন স্কুলের গেটের সামনে সচেতনতা সভায় পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
পুলিশ সুপার সবাইকে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। সভায় আগত কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন তিনি। এসময় ওয়ার্ড কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।
সভা শেষে ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য র্যালি কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে।
পরে হ্যান্ড মাইক নিয়ে শহরের বিভিন্ন বিপনি বিতানের সামনে পথসভা করেন পুলিশ সুপার। তিনি সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরার আহ্বান জানান। শহর ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি