October 30, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন কুষ্টিয়ায় অটিষ্টিক শিশুদের সাথে সময় কাটান ও তাদেরকে চকোলেট ও মিষ্টি উপহার দিয়েছেন।
রবিবার দুপুরে কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বয় পরিষদের অধীনে গড়ে ওঠা অটিজম শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ার’ পরিদর্শন করেন।
এসময় তিনি শিক্ষক ও অভিাববকদের সাথেও কথা বলেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আফসানা বেগম স্কুলটির বিভিন্ন কার্যক্রম তুরে ধরেন। তিনি জানান, আমাদের প্রতিষ্ঠানটিতে ৩৫ জন শিক্ষার্থী রয়েছে ও ১০ জন শিক্ষক কর্মচারী আছে।
স্বল্প কথায় খালেদ মাহমুদ সুজন বলেন অটিজম যেহেতু অনিরাময় যোগ্য রোগ, তাই এ বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এটি প্রতিরোধ করতে হবে। অটিষ্টিক শিশুরা যেন এখান থেকে সুস্থ্য হয়ে উঠতে পারে এর ব্যাবস্থা করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, অটিজম এখন বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে আছে, তবে এসব বিষয় নিয়ে অনেক কাজও করছে সরকার।তবে বাচ্চা অটিজমে আক্রান্ত হলে বুঝতে পারলে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ অটিজম স্কুলে দিলে ভাল ফল পাওয়া যায়। বাংলাদেশে এ বিষয়ে অনেক কাজ হচ্ছে, মানুষও সচেতন হচ্ছে কিন্তু মন্থর ভাবে।
সকলকে আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন। ছোট পরিসরে শুরু করেছেন। আগামীতে আরও বড় পরিসরে যাবে। আমাদের সবারই দায়িত্ব আছে তাদের সুস্থ্য করতে এবং তাদের পাশে দাঁড়াতে। এছাড়াও সরকারী বেসরকারী কিংবা বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
Leave a Reply