December 22, 2024, 2:21 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সুন্দরবন শরণখোলা রেঞ্জের ভোলা নদীর পাশ থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে বনজীবীরা বাগেরহাটের ধনচেবাড়িয়ার চর এলাকায় মৃত বাঘটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।
জানা গেছে, মৃত মাদী বাঘটি লম্বায় প্রায় ৭ ফুট। বয়স আনুমানিক ১৫ বছর।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নুল আবেদীন, এ ঘটনা জানান।
তিনি জানান, মৃত বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।ধারণা করা হচ্ছে, মাদী বাঘটি বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে শনিবার সকালে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে গত বছরের ৩ ফেব্রæয়ারি শরণখোলা রেঞ্জের ছাফড়াখালী এলাকা থেকে একটি বাঘিনীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেটির শরীরের পেছন দিকে কুমিরে খাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল।
Leave a Reply