জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় জনগণ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে শরীফ হাসান (৪৩) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
গেল শুক্রবার দিনগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোডের পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় সরকারের বিরুদ্ধে লেখা বিতর্কিত ও জিহাদি ৭ শতাধিক বই। আটক শরীফ হাসান চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ও পৌর জামায়াতের ২ নং ওয়ার্ডের সভাপতি। ওই ঘটনায় আটক শরীফ হাসানসহ পলাতক অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা জনগণের এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কবরী রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আটক করা হয় শরীফ হাসানকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় সরকারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের লেখা বিতর্কিত ও জিহাদি মতাদর্শের শতাধিক বই। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেও একই ধরণের বই উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ডা. শফিকুর রহমানের লেখা ‘মহান স্বাধীনতার ৫০ বর্ষপূতি উদযাপন দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য’ শিরোনামে প্রকাশিত বইয়ে বঙ্গবন্ধুকে হেয় করাসহ মহান স্বাধীনতার ইতিহাসকে খণ্ডিত আকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, জনশৃঙ্খলা ভেঙে ফেলার দৃশ্যমান ষড়যন্ত্রে লিপ্ত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শরীফ হাসানকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটক করতে আজ ভোর ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়। ওই ঘটনায় অন্তর্ঘাতমূলত কার্যকলাপ ও অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম। মামলায় আটক শরীফ হাসানসহ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিন ও পৌর আমির অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং অজ্ঞাত ১০-১৫ জনকে পলাতক দেখিয়ে আসামী করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি