প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২১, ৮:৩২ পি.এম
খোকসায় ক্ষেতের ফসল চুরি ঠেকাতে পাহারা দিচ্ছে কৃষক
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় রাতের আধারে ক্ষেতের উঠতি ফসল পেঁয়াজ রসুন চুরি ব্যাপক আকারে বৃদ্ধিতে পেয়েছে। আতঙ্কিত কৃষকরা জমির ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে।
উপজেলার উঠতি ফসল পেয়াজ রসুনের আবাদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগে তথ্যমতে এ উপজেলায় প্রায় ২৭৫০ একর জমিতে চারা পেঁয়াজের আবাদ হয়েছে। যা লক্ষ মাত্রা থেকে কয়েক গুন বেশী।
উপজেলা শিমুলিয়া, জয়ন্তী হাজরা, শোমসপুর, জানিপুর ও ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন মাঠের জমি থেকে উঠতি পেঁয়াজ রসুন চুরি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে অনেক কৃষক ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, চোর চক্র শক্তিশালী হওয়ায় তারা থানা পুলিশে অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না।
শনিবার দুপুরে ঝালুকাদহ ডাঙ্গীপাড়া ও পাথালদৌড় গ্রমের সোইবাদার বিলসহ একাধিক বিল ও মাঠে সরেজমিন গিয়ে কৃষকদের সাথে কথা বলা হয়। শুধু সোইবাদার বিলে প্রায় ২শ একর জমিতে পেঁয়াজ রসুন আবাদ হয়েছে। এই মাঠ থেকে রাতের আধারে কৃষকের পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে এমন চোর চক্ররা। তাই অনেক কৃষক পেঁয়াজ রসুন পরিপক্ক হওয়ার আগে জমি থেকে তুলতে করেছে।
স্থানীয় কৃষক আকরাম হোসেন জানান, আগামী ১৫ দিনের মধ্যে তিনি ক্ষেত থেকে পেঁয়াজ তুলবেন। কিন্তু গত বুধবার রাতের আঁধারে তার একটি জমি থেকে প্রায় ১৫ মন পেঁয়াজ তুলে নিয়ে গেছে চোর চক্ররা। একই মাঠ থেকে ফরহাদ নামের অপর এক কৃষকের জমি থেকে প্রায় ২০মন পেঁয়াজ তুলে নিয়ে গেছে।
পাথালদৌড় মাঠের কৃষক সাহেব আলী জানান, সম্প্রতি এক রাতে দুর্বৃত্তরা তার জমি থেকে প্রায় ৫/৬ মন পেয়াজ তুলে নিয়ে গেছে। এ মাঠ থেকে কৃষক হেলাল ও সেকেন আলীর প্রায় ১০ কাঠা জমির রসুন তুলে নিয়ে গেছে চোররা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, কৃষকরা কেউ অভিযোগ করলেই তিনি তাৎক্ষনিক ব্যবস্থা নেবেন।ছবিতে চুরি যাওয়া উঠতি ফসল পেঁয়াজের খালি গাছ পড়ে আছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি