December 22, 2024, 7:33 pm
আসিফ যুবায়ের/
কুষ্টিয়ায় তিন সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। তিন সপ্তাহ আগে সিলিন্ডার প্রতি ১৫০ টাকা করে বাড়িয়ে দেয়া দাম এখনো কমেনি। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। বাজারে মনিটরিং না থাকায় গ্যাসের দাম এভাবে দফায় দফায় বাড়ছে বলছেন ত্রেতারা। কোন পর্যায় থেকে দাম বাড়ানো হয়েছে তার দায় নিচ্ছে না কেউ। খুচরা বিক্রেতারা বলছেন পাইকাররা দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে পাইকাররা বলছেন তাদেরকে কিনে আনতে হচ্ছে অধিক মূল্যে। দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে ৩ সপ্তাহ আগে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হতো ৮০০ থেকে ৮৩০ টাকায়। এখন যার পাইকারি মূল্য ৯৩০ টাকা। খুচরা বাজারে গ্রাহকরা এখন ৯৮০ টাকা থেকে ১০০০ টাকায় এলপি গ্যাস পাচ্ছেন। প্রতি সিলিন্ডারে দাম ১৩০ থেকে ১৫০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে।
কুষ্টিয়া বটতৈলএর বাসিন্দা জাহিদ হাসান জীবন বলেন হুট করে এভাবে গ্যাসের দাস বাড়লে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ পড়ে। ১৫০ টাকা একলাফে বেড়ে যাওয়াতে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে- বলেন তিনি।
এদিকে ব্যবসায়ী হেলাল প্রামানিক বলেন, বিশ্ববাজারে গ্যাসের মুল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও গ্যাসের মুল্য বৃদ্ধি পেয়েছে। আমরা এখন পাইকারী বিক্রি করছি ৯৩০-৯৪০ টাকায়।
পাশের দেশ ভারতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেয়া হচ্ছে। নিউজ১৮ এর খবরেে বলা হয়েছে যে পরিবারের বার্ষিক আয় ১০ লক্ষ টাকার নিচে তাদেরকে প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।
Leave a Reply