December 22, 2024, 7:55 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুরে আগুন লেগে মরে গেছে কৃষকের একটি গরু। পুড়ে ছাই হয়েছে ৩টি ঘর। ১৮ মার্চ বিকাল ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রামে কৃষক শহিদুল ইসলামের বাড়িতে আগুন লাগে। স্থানীয় মহিষকুন্ডি হাইস্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ঘটনাস্থল থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রান্নঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কৃষকের পোষা একটি গরু আগুনে পুড়ে মারা যায়। খাদ্য শস্য, নগদ টাকা ও আসবাবপত্র সহ ৩টি ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব মিলিয়ে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন কৃষক শহিদুল ইসলাম। এরআগে মঙ্গলবার রাতে বাগোয়ান হিসনাপাড়া গ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে কৃষক ফুলচাঁদ মন্ডলের বাড়ির ৩টি ঘর পুড়ে গেছে। একইদিন রাতে আমদহে এক কৃষকের তামাক ঘরে পুড়ে গেছে। দৌলতপুর আয়তনে বড় উপজেলা হলেও এখানে ফায়ার সার্ভিস না থাকার কারনে আগুনে ক্ষতির মাত্রা বেশি হয় বলে দাবি করেন শিক্ষক আশরাফুল ইসলাম।
Leave a Reply