প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২১, ৯:২১ পি.এম
গঙ্গায় একতরফা পানি প্রত্যাহার, গড়াই নদী পানিশূন্য
হুমায়ুন কবির/
গঙ্গা নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহারে এর প্রধান শাখা নদী গড়াই এখন মৃতপ্রায়। গড়াই নদীতে পানি না থাকায় দুপাশে বালুচর জেগে উঠেছে। চরের সাথে আরেক চরের সংযোগ স্থাপন করেছে বাঁশের চরাট।
কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর ওসমানপুর ঘাটের দৃশ্য এটি। গড়াই নদরে কারণে বিচ্ছিন্ন এই ওসমানপুরবাসির এক কিলোমিটার বালুচর পাড়িদিয়ে এভাবেই আসতে হচ্ছে উপজেলা শহরে।
পদ্মার শাখা নদী গড়াই কে বাঁচিয়ে রাখতে সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে ড্রেজিংয়ের মাধ্যমে বালি অপসারণ করা হচ্ওছে। এই প্রকল্পেও নদী কে বাঁচানো সম্ভব হচ্ছে না। এরই মাঝে গড়াই নদী এখন ধু ধু বালুতে পরিণত হয়েছে। মাঝখানে মাত্র একটি চ্যানেলে ক্ষীণ ধারার মিঠা পানি প্রবাহ রয়েছে।
গড়াই নদীর ড্রেজিংয়ের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী অপূর্ব কুমার দাস জানান, নতুন করে ড্রেজিংয়ের কারণে মিঠা পানির প্রবাহ বর্তমানে সচল রয়েছে। আগামীতে আরো বেশি পানি প্রবাহ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি