হুমায়ুন কবির/
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় হাসিমপুর পাবলিক লাইব্রেরি ফুটবল খেলার মাঠে আসলেই দেখা মিলবে একটি ভ্রাম্যমান দোকান । দোকানটি ২৪ ঘন্টা খেলা থাকে।
দোকানের মালিকের নামে দোকানের নাম করণ হয়েছে শরিফুল ইসলাম ডন স্টোর ।
বাংলাদেশ প্রথম যখন করোনার কারণে লকডাউন করা হয় শরিফুল তখন পান বিড়ি বিক্রি করতো। ক্রেতাদের চাহিদার বিবেচনা করে আস্তে আস্তে শরিফুল ইসলাম ডন স্টোরে পরিনত হয়েছে।
দোকানটি একটি ভ্যানগাড়ির উপরে অবস্থিত। শরিফুল ইসলাম ডনের দোকান দেখতে বিভিন্ন অঞ্চল হতে লোকের সমাগম দেখা যায় প্রতিদিন। শরিফুল ইসলাম ডন, হাসিমপুর গ্রামে বেশ সুনাম কুড়িয়েছেন তার ভ্রাম্যমান দোকানের জন্য।
দোকানের মালিক শরিফুল ইসলাম ডন বলেন, আপনাদের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে আগামী দিনে চলতে চাই।
Leave a Reply