হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রমনাথপুর গ্রামের কৃষক সাইদুর রহমান বিশ্বাস (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরাতে জানা গেছে, কৃষক সাইদুর রহমান বিশ্বাস দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সপ্তাহে ভর্তি হন। গত রবিবারে করোনা পরীক্ষার জন্য তার নমূনা পাঠানো হয় কুষ্টিয়া পিসিআর ল্যাবে।
কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে সোমবার রাতে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার প্রেমাংশু কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর রাতে হাসপাতাল বেডে তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তার গ্রামের বাড়ি রমনাথপুর পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য খোকসা উপজেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। মৃত্যু বরণ করেছে ৫ জন। এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত ৯০ জনের মৃত্যু হলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর চিকিৎসকরা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply