October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তি নিহত হবার ঘটনার পর বিক্ষুদ্ধ হয়ে উঠা জনগন হামলা চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের। তাকে আটকে রাখা হয়। পরে পুলিশ উদ্ধার করে তাকে।
আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বাইসাইকেলযোগে নিজ ছেলেকে নিয়ে কাটাপোল গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের ওহিদুল বিশ্বাস। বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি একটি লাইসেন্সবিহীন স্থানীয়ভাবে ট্রাক্টর তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওহিদুল। আহত হয় তার ছেলে ৮ বছর ইয়াসিন আলী। তার পা ভেঙে যায়।
উত্তেজিত জনতা ট্রাক্টরটি আটকে রাখে।
খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসীকে আটক ট্রাক্টর ছেড়ে দিতে বললে ক্ষুব্ধ জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশকে ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাথায় ছোট্ট একটি ইটের আঘাত লাগে এবং তাকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ করে রাখে।
এ সময় স্থানীয়রা অভিযোগ করে এলাকায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। সেই মাটি এনব লাইসেন্সবিহীন ট্রাক্টর, নসিমন, করিমন প্রভৃতিতে করে বহন করা হয়। কিন্তু প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনসাধারণকে শান্ত করে। পরে পুলিশ পাহারায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা চেয়ারম্যানের গাড়িতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসভবনে পৌঁছে দেয়া হয়।
ওসি জানান ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগ এনে এলাকার অজ্ঞাত লোকজনের বিরুদ্ধে একটি মামলা করেছে।
অন্যদিকে, নিহতের পরিবার আরেকটি মামলা দায়ের করেছে।
নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক্টর চালক ও সহযোগীরা পালিয়ে গেছে।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply