দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নেপাল যাবে বাংলাদেশ। তিন মাসের বেশি সময়ের পর জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের ব্রিটিশ হেড কোচ দুই ম্যাচে সবাইকে পরখ করতে চান। আমন্ত্রণমুলক টুর্নামেন্ট হলেও ফুটবলপ্রেমীরা বাংলাদেশ দলের কাছ থেকে জয় ও ভালো ফুটবল খেলা উপহার চায়।
তাদের এই প্রত্যাশা সম্পর্কে অনেক দিন পর জাতীয় দলের হয়ে অনুশীলন করা মিডফিল্ডার মাসুক মিয়া জনি বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে ট্রফি জয়ের।’ জাতীয় দলে নতুন পাঁচ মুখ। অনেক পজিশনে কোচ পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। এতে দলীয় সমন্বয়ের ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন এই মিডফিল্ডার, ‘যারা নতুন হিসেবে ডাক পেয়েছে। তারা লিগে ভালো খেলেছে। নতুনরা আমাদের পরিচিত। ক্লাবে একসঙ্গে খেলি। জাতীয় দলে এক সপ্তাহের মতো অনুশীলন করব। ফলে কম্বিনেশনে সমস্যা হবে না।’
জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য গোলরক্ষক আনিসুর রহমান জিকো স্বাগতিক নেপালকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন, ‘স্বাগতিক হিসেবে নেপাল খুবই শক্তিশালী। তবে আমরা প্রস্তুত তাদের মোকাবেলা করার জন্য।’ গোলরক্ষকদের অনুশীলন সেভাবে হবে না নেপাল যাওয়ার আগে। জাতীয় দলের গোলরক্ষক কোচ সরাসরি নেপালে আসবেন। ওই জায়গার কন্ডিশন নিয়ে শঙ্কিত নন জিকো, ‘আমরা কয়েকদিন আগেই যাচ্ছি। কন্ডিশন, মাঠ সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারব দ্রুত।’
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি