December 22, 2024, 8:45 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
পরকীয়া প্রেমে রাজি না হওয়ায় কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ রঙ্গিলাকে কুপিয়ে হত্যা করে শাহাবুল। মিরপুর থানা পুলিশ এমনটা জানিয়েছেন সাংবাদিকদের। সোমবার (১৫ মার্চ) সকালে শাহাবুল ইসলাম (২৬) নামে ওই যুবককে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। সে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বীজনগর গ্রামের তৌহিদুল মালিথার ছেলে।
নিহত রঙ্গিলা (৩৫) নওদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী এবং একই এলাকার মৃত আবুল হাসেমের মেয়ে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান হত্যা করার বিষয়ে সে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। সে একাই এ হত্যাকান্ড ঘটিয়েছে।
তিনি জানান শাহাবুল দীর্ঘদিন ধরেই রঙ্গিলার প্রতি আসক্ত ছিলো। নানাভাবে সে এটি তাকে বলেও আসছিল। ঐ দিন মাঠের নির্জনে রঙ্গিলাকে একা পেয়ে আবার প্রস্তাব দেয়। কিন্তু রঙ্গিলা যথারীতি অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে সে কাস্তে দিয়ে রঙ্গিলাকে জবাই করে।
শনিবার বিকেলে নওদাপাড়া গ্রামের গৃহবধূ রঙ্গিলা বাড়ির পাশে মাঠে ছাগল আনতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলো রঙ্গিলা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পায়নি পরিবারের সদস্যরা। পরে রোববার সকালে তার প্রতিবেশী আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে যান। তামাক খেতে রঙ্গিলার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মিরপুর পুলিশ শাহাবুলকে বিকেলে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
Leave a Reply