দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে স্বামীকে হত্যার অভিযোগে এ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) রাতে গাংনীর মালসাদহ থেকে তাকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
ঐ নারীর নাম রোজিনা খাতুন। তিনি গাংনী উপজেলার দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম (২৭) মারা যান। স্ত্রী ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা করেছে এমন অভিযোগে গাংনী থানায় মামলা করেছেন নিহতের ভাই শরিফুল ইসলাম।
ওই মামলার প্রধান আসামি হিসেবে রোজিনাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার (৮ মার্চ) রাতে পারিবারিক কলহের জেরে দেবীপুর গ্রামে শ্বশুরবাড়িতে সাইফুল ইসলাম তার স্ত্রীকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এতে স্ত্রী আহত হন।
পরে শ্বশুরবাড়ির লোকজন সাইফুলকে নির্যাতন করে গাছের সঙ্গে বেঁধে মুখে বিষ ঢেলে দেয়। আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সাইফুলের মৃত্যু হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি