দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সিলিং ভেদ করে ছাদের পলেস্তরা খসে পড়েছে। এতে এক নার্স ও ইন্টার্নী চিকিৎসক আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দোতলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) এ ঘটনা ঘটে। সিসিইউটি হাসপাতালের পুরোন মুল ভবনে অবস্থিত।
কতৃপক্ষ কোন কথা না বললেও জানা গেছে হাসপাতালের দোতলায় অবস্থিত করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ছাদের নিচে সমান্তরালে সিলিং করা ছিলো। তবে অনেক পুরোনো ভবন হওয়ায় ছাদের পলেস্তারা খসে পড়ে সিলিং ধ্বসের ঘটনা ঘটে। চেয়ার টেবিলেই কাজ করছিলেন কয়েকজন নার্স ও ইন্টার্নী চিকিৎসক। কিছু বুঝে ওঠার আগেই নার্স মৌসুমি, ইন্টার্নী চিকিৎসক তনুজার মাথার উপর এসব আছড়ে পড়ে পলেস্তরা।
কর্তব্যরত সিনিয়র নার্স রহিমা খাতুন জানান, তিনি নার্সের ডিউটি রুমের পাশের কক্ষে আছরের নামাজ পড়তে বসার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে এ ছাদের পলেস্তারা খসে পড়ার শব্দ পান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি