October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উদযাপনের সূচনা হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকাল ৮ টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার খাইরুল আলম। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয় ও জাতির পিতার বিদেহী আতœার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আলোচনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম ছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আসম আক্তারুজ্জামান মাসুম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকু সহ সরকারী ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply