December 22, 2024, 3:12 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ডিজিটাল পদ্ধতিতে শুরু হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম আগামী ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে।। প্রথম ধাপে পাইলটিং হিসেবে ঢাকার পার্শ্ববর্তী দুটি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হবে। প্রাাথমিকভাবে স্বল্প পরিসরে শুরু হয়ে দ্রæত পদ্ধতিটি সারা দেশে বিস্তার লাভ করবে।
ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চলতি বছর থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এ কার্যক্রম শুরু হবে পাইলটিং হিসেবে। প্রতিমন্ত্রী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ জন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
Leave a Reply