October 30, 2024, 9:22 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভূয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কুষ্টিয়া র্যাব। ২৬ ফেব্রুয়ারি সকালে কুষ্টিয়ার পূর্ব মজমপুর খ্রিষ্টান ধর্মীয় কবর স্থান এর কাছে বারী চৌধুরীর মাঠ হতে মোঃ রনি আহম্মেদ (২৮) নামের ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে তারা। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, বাঁশি, ভূয়া আইডি কার্ড উদ্ধার করে র্যাব। রনির বাড়ি মিরপুরে বলিদাপাড়ায় (মাঠপাড়া)। প্রতারনার মামলা দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব জানায়, এই চক্রের মূল টার্গের হলো রাত্রিকালীন সময়ে দূরপারলার মালবাহী ট্রাক, প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ী ও ভূক্তভূগীর নিকটে হতে টাকা পয়সা ছিনিয়ে নেয়া। অনেক’কে আটকে রেখে অস্ত্রের মুখে বিকাশ ও নগদ এর মাধ্যমে টাকা দিতে বাধ্য করতো এরা।
Leave a Reply