December 22, 2024, 9:48 am
আব্দুল আলিম, ভেড়ামারা \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে অনলাইন উদ্যোক্তা পরিবার আয়োজিত সৃজনশীল উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গতকাল বিকালে তিন দিন ব্যাপী উদ্যোক্তা মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, কবি ও লেখক আমেনা খানম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রামিশা ও সুমাইয়া।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী এই উদ্যোক্তা মেলা ভেড়ামারা উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন এর সৃষ্টি কুষ্টিয়া উদ্যোক্তা পরিবার (কুউপ) গ্রুপ। কুষ্টিয়ার সর্ব প্রথম অনলাইন উদ্যোক্তা গ্রুপ এই (কুউপ)। এই উদ্যোক্তা মেলায় ইতিমধ্যে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষনীয়।
মেলায় ৪০ টি স্টল স্থান পেয়েছে।
Leave a Reply